T20 WORLD CUP 2022: শ্রীলঙ্কা বনাম নামিবিয়া পরিসংখ্যান ও লাইভ দেখা যাবে

T20 WORLD CUP 2022: শ্রীলঙ্কা বনাম নামিবিয়া পরিসংখ্যান ও লাইভ দেখা যাবে

শ্রীলঙ্কা বনাম নামিবিয়া
শ্রীলঙ্কা বনাম নামিবিয়া

২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে আজ রবিবার ১৬ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১০ টায় মাঠে শ্রীলঙ্কা ও নামিবিয়া। অস্ট্রেলিয়া আয়োজন করছে এবারের টি২০ টুর্নামেন্টে। শ্রীলঙ্কা বনাম নামিবিয়ার ম্যাচ দিয়ে শুরু হবে অষ্টম আসর ২০। শ্রীলঙ্কার কতবার মুখোমুখি হয়েছে নামিবিয়ার সাথে ও কোথায় ম্যাচটি লাইভ দেখ যাবে।

T20 world কাপের মূল পর্বের খেলা শুরু হবার আগে আজ ১৬ অক্টোবর টি টুয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বে মাঠে নামবে এশিয়া কাপ চ্যাম্পিয়নস দল শ্রীলঙ্কা ও নামিবিয়া (Sri Lanka vs Namibia) খেলাটি অস্ট্রেলিয়ার জিলং ভেন্যুতে অনুষ্ঠিত হবে। নিজ দলের যোগ্যতা প্রমান করার জন্য ২ দল প্রস্তুত।

শ্রীলঙ্কা বনাম নামিবিয়া মুখোমুখি পরিসংখ্যান (Sri lanka vs Namibia head to head)

টি টুয়েন্টি ফরমেটে যদি শ্রীলঙ্কা ও নামিবিয়ার পরিসংখ্যান দেখা যায় তাহলে শ্রীলঙ্কাকেই এগিয়ে রাখতে হবে কেননা তারা এশিয়া কাপের ৬ বারের চ্যাম্পিয়ান ও নামিবিয়ার বিপক্ষে এর আগেও মুখোমুখি হয়েছে। সেই টি টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কা সহজ ভাবেই জয় পায়।

পাঠকদের জন্যঃ টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ লাইভ যেসব চ্যানেলে দেখা যাবে
টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ শ্রীলঙ্কা বনাম নামিবিয়ার (sri Lanka vs Namibia Live) খেলাটি যেসব টিভি চ্যানেলে লাইভ সরাসরি সম্প্রচার করবে তা হলঃ বাংলাদেশ থেকে জি টিভি, টি স্পোর্টস ও নাগরিক টিভিে দেখা যাবে খেলাটি ও শ্রীলঙ্কা বনাম নামিবিয়া ম্যাচ অ্যাপসের মাধ্যমেও লাইভ দেখা যাবে, জিপি ও ট্রফির মাধ্যমে।

 

 

শ্রীলঙ্কা বনাম নামিবিয়ার সম্ভাব্য একাদশ

শ্রীলঙ্কার টি টোয়েন্টি স্কোয়াডঃ

কুসাল মেন্ডিস (উইকেটকিপার), পাথুম নিসাঙ্কা, ভানুকা রাজাপাকসা, ধনঞ্জয় ডি সিলভা, চারিথ আসালঙ্কা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা কারুণারাত্নে, মাহীষ থিকশানা, দুষ্মান্থা চামিরা, দিলশান মাদুশাঙ্কা।

নামিবিয়ার টি টোয়েন্টি স্কোয়াডঃ

স্টেফান বার্ড, লো-হান্দ্রে লোউরেন্স (উইকেটকিপার), য়্যান নিকোল লফটি-ইটন, জেন গ্রিন, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), য়োহানেস য়োনাথান স্মিট, ডেভিড ভিসা, য়্যান ফ্রাইলিঙ্ক, রুবেন ট্রাম্পেলম্যান, বার্নার্ড শোল্টজ, বেন শিকঙ্গো।

Wicketbd

Staff Reporter

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *