কীভাবে লাইভ দেখা যাবে ভারত বনাম মরক্কো ফুটবল বিশ্বকাপ 2022

কীভাবে লাইভ দেখা যাবে ভারত বনাম মরক্কো ফুটবল বিশ্বকাপ 2022

ভারত বনাম মরক্কো
ভারত ও মরক্কো

নারী ২০২২ ফুটবল বিশ্বকাপ আয়োজন করছে ভারত। সেই সুবাদে সরাসরি নারী ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে ভারতের মেয়ে দল। আজ ১৪ অক্টোবর শুকবার মরক্কো ফুটবল দলের বিপক্ষে মাঠে নামবে ভারত। (India vs Morocco live telecast) যেভাবে লাইভ দেখা যাবে ভারত ও মরক্কোর ফুটবল ম্যাচ ২০২২

আরও পড়ুনঃ AFCU20: অনূর্ধ্ব ২০ এশিয়া কাপে ভারতের ম্যাচের সময়সূচি

মরক্কোর মেয়ে ফুটবল দলের সাথে খেলার আগে ভারতের মেয়ে দল নিজেদের প্রথম ফুটবল বিশ্বকাপ শুরু করে ইউএসএ’র সাথে ১১ অক্টোবর সেই ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র ৮ গোলে জয় পায় ভারতের সঙ্গে। আজ ভারতের নারী অনূর্ধ্ব ১৭ দল নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মরক্কোর সাথে ম্যাচটি শুরু হবে ভারতের সময় সূচি অনুযায়ী রাত ৮ টায় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারত বনাম মরক্কোর ম্যাচটি হবে, কলিঙ্গ স্টেডিয়ামে।

পাঠকদের জন্যঃ ভারত বনাম ব্রাজিল ম্যাচের সময়সূচি ও পরিসংখ্যান ২০২২

ইন্ডিয়া থেকে ভারত ও মরক্কোর ফুটবল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্পোর্টস ১৮ (Sports 18) টিভি চ্যানেল। ও ভারত ও মরক্কোর ম্যাচটি লাইভ দেখা যাবে Voot এ্যাপসের মাধ্যমে।

নারী অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপে ভারতীয় দলঃ

গোলরক্ষক : মোনালিসা দেবী, মেলোডি চানু কেইশাম, অঞ্জলি মুণ্ডা।

ডিফেন্ডার : অস্টম ওরাঁও, কাজল, নাকেতা, পুর্ণিমা কুমারী, বর্ষিকা, সিল্কি দেবী হেমাম,

মিডফিল্ডার : বাবিনা দেবী লিশাম, নীতু লিন্ডা, শৈলজা, শুভাঙ্গী সিং।

ফরোয়ার্ড : অনিতা কুমারী, লিন্ডা কম সের্টো, নেহা, রেজিয়া দেবী লাইশরাম, শেলিয়া দেবী, কাজল হুবার্ট, লাবণ‌্য উপাধ‌্যায়, সুধা অঙ্কিতা তিরকে।

 

Wicketbd

Staff Reporter

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *