ফিফা গোল্ডেন বুট কে কতবার পেয়েছে?

ফিফা বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন শু চালু হয় কত সালে

গোল্ডেন বুট ও গোল্ডেন শু এই দুইটি শব্দেই একটা অর্থ প্রকাশ করে। আর তা হল সোনার তৈরি জুতা বা শু যা ফিফা ফুটবল বিশ্বকাপে সবচেয়ে ভালো পারফরম্যান্স করা খেলোয়াড়দেরকে দেওয়া হয়। ফিফা বিশ্বকাপ ফুটবলে “অ্যাডিডাস গোল্ডেন শু পুরস্কার দেওয়া চালু হয় ১৯৮২ সাল থেকে যদিও ফুটবল বিশ্বকাপের যাত্রা শুরু হয় ১৯৩০ সালে তখন এই পুরস্কারের নাম ছিল গোল্ডেন বুট । সর্বপ্রথম ১৯৩০ সালে ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছে আর্জেন্টিনার তারকা গুইলারমো স্ট্যাবিল তিনি ফুটবল ওয়ার্ল্ড কাপে ৮ টি গোল করেছিল।

ফিফা গোল্ডেন বুট কে কতবার পেয়েছে?
ফিফা গোল্ডেন বুট কে কতবার পেয়েছে?

মেসি কত বার ফিফা গোল্ডেন বুট জিতেছে?

আর্জেন্টিনারের ক্ষুদে জাদুঘর লিওনেল মেসি এই পযর্ন্ত ফিফার গোল্ডেন শু একবারও জিতে পারেনি। কিন্তু আর্জেন্টিনা দুই বার নিয়েছে গোল্ডেন বুট তা গুইলারমো স্ট্যাবিল ও মারিও কেম্পেসের দারাই।

ক্রিস্টিয়ানো রোনালদো কতবার ফিফা গোল্ডেন শু জিতেছে?

ফুটবল বিশ্বকাপ শুরু হয় ১৯৩০ সালে। এই পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদো খেলেও একবারও জিততে পারেনি গোল্ডেন বুট। কিন্তু পর্তুগালের হয়ে ফিফা ১৯৬৬ সালে গোল্ডেন বুট জিততে ইউসেবিও। তিনি সেই টুর্নামেন্টে ৯ টি গোল করেছিল। ২০০২ সালে শেষ বারের মতো রোনালদো হাত দরে পাঁচবারের মতো গোল্ডেন বুট জিতেছে ব্রাজিল।

আরও পড়ুনঃ ব্যালন ডি অর কে কতবার পেয়েছে? 

নেইমার কতবার ফিফা গোল্ডেন শু জিতেছে?

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের ফিফার গোল্ডেন শু একবারও জিততে পারেনি। কিন্তু ব্রাজিল ফুটবল দল পাঁচবার নিয়েছে বিশ্বকাপ গোল্ডেন বুট যা ( লিওনিদাস ১৯৩৮ সালে ৭ গোলে, ১৯৫০ সালে অ্যাডেমির ৮ গোলে, ১৯৬২ সালে গ্যারিঞ্চা ও ভাভা জিতেছে ৪টা করে গোল করে।

ফিফা গোল্ডেন বুট কে কতবার পেয়েছে?

বিজয়ী আসর দল গোল
হ্যারি কেন ২০১৮ ইংল্যান্ড
জেমস রদ্রিগেজ ২০১৪ কলোম্বিয়া
থমাস মুলার ২০১০ জার্মানি
মিরোস্লাভ ক্লোসা ২০০৬ জার্মানি
 রোনালদো ২০০২ ব্রাজিল
 ডাভর শুকের ১৯৯৮ ক্রোয়েশিয়া
হ্রিস্টো স্টইচকভ ১৯৯৪ বুলগেরিয়া
ওলেগ সালেঙ্কো ১৯৯৪ রাশিয়া
সালভাটোর শিলাচি ১৯৯০ ইতালি
গ্যারি লিনেকার ১৯৮৬ ইংল্যান্ড
পাওলো রসি ১৯৮২ ইতালি
মারিও কেম্পেস ১৯৭৪ আর্জেন্টিনা
জ্রাজেজর্জ লাটো ১৯৭৪ পোল্যান্ড
গের্ড মুলার ১৯৭০ জার্মানি ১০
ইউসেবিও ১৯৬৬ পুর্তগাল
লিওনেল সানচেজ ১৯৬২ চিলি
ড্রাজান জেরকোভিচ ১৯৬২ যুগোস্লাভিয়া
 ভাভা ১৯৬২ ব্রাজিল
 গ্যারিঞ্চা ১৯৬২ ব্রাজিল
ভ্যালেন্টিন ইভানভ ১৯৬২ সোভিয়েত ইউনিয়ন
ফ্লোরিয়ান আলবার্ট ১৯৬২ ফ্রান্স
শুধু ফন্টেইন ১৯৫৮ ফ্রান্স ১৩
সন্দোর ককসিস ১৯৫৪ হাঙ্গেরি ১১
অ্যাডেমির ১৯৫০ ব্রাজিল
লিওনিদাস ১৯৩৮ ব্রাজিল
ওল্ডরিচ নেজেডলি ১৯৩৪ চেকোস্লোভাকিয়া
গুইলারমো স্ট্যাবিল ১৯৩০ আর্জেন্টিনা

 

Wicketbd

Staff Reporter

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *