AFCU20: অনূর্ধ্ব ২০ এশিয়া কাপে ভারতের ম্যাচের সময়সূচি

AFCU20: অনূর্ধ্ব ২০ এশিয়া কাপে ভারতের ম্যাচের সময়সূচি

ভারতের অনূর্ধ্ব ২০ ফুটবল দল
ভারতের অনূর্ধ্ব ২০ ফুটবল দল

ভারতের অনূর্ধ্ব ২০ ফুটবল দল এএফসি এশিয়া কাপ ২০২৩ বাছাইপর্ব খেলতে কুয়েত যায়। আগামী ১৪ অক্টোবর থেকে শুরু হবে ভারতের এশিয়া কাপ ফুটবল যাত্রা। অ২০ এশিয়া কাপ বাছাইপর্বে ভারতের জায়গা হয়েছে গ্রুপ এইচে (H) তাদের সাথে খেলবে ইরাক, কুয়েত ও অস্ট্রেলিয়া। কুয়েতর সালেম আল আলী সাবা আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে ইরাকের বিপক্ষে মাঠে নামবে ভারত।

আরও পড়ুনঃ ভারত বনাম ব্রাজিল ম্যাচের সময়সূচি ও পরিসংখ্যান ২০২২

AFC U-20 Asian Cup 2023 Qualifiers: অনূর্ধ্ব ২০ এশিয়া কাপে ভারতের বাছাইপর্বের সময়সূচি

কুয়েত ভারত অনূর্ধ্ব ২০ দল এশিয়া কাপ বাছাইপর্বের ৩টি ম্যাচ খেলবে প্রথম ম্যাচ শুরু হবে ১৪ অক্টোবর ও শেষ ম্যাচ ১৮ অক্টোবর। প্রত্যেকটি ম্যাচ হবে কুয়েতের সালেম আল আলী সাব স্টেডিয়ামে।

শুক্রবার ১৪ অক্টোবর

ভারত বনাম ইরাক (রাত ৭ টায়)

রবিবার ১৬ অক্টোবর

ভারত বনাম অস্ট্রেলিয়া (রাত ৭ টায়)

মঙ্গলবার ১৮ অক্টোবর

ভারত বনাম কুয়েত (রাত ১০ টায়)

AFC U20 Asia cup 2023 Qualifier India squad: এএফসি অনূর্ধ্ব ২০ এশিয়া কাপ ভারতের স্কোয়াড ঘোষণাঃ

গোলরক্ষকঃ জাহিদ হুসেন বুখারি, সোম কুমার, দীপেশ চৌহান।

ডিফেন্ডারঃ লিওয়ান কাস্তানহা, আমনদীপ, অভিষেক সিং টেকচাম, সাজাদ হুসেন প্যারে, হ্যালেন নংটডু, ব্রিজেশ গিরি, বিকাশ ইউমনাম, রাজ বাসফোর।
মিডফিল্ডারঃ ভিবিন মোহানান, তাইসন সিং লোইটংবাম, হর্ষ শৈলেশ পাত্রে, সিবাজিৎ লেইমাপোকপাম, বিনয় হারজি, শ্রেয়াস কেতকার, মহেসন সিং টংব্রাম, আফওবা সিং।
ফরোয়ার্ডঃ ম্যাকার্টন লুই নিকসন, হিমাংশু জাংরা, গুরকিরাত সিং, সুহেল আহমেদ ভাট।

Wicketbd

Staff Reporter

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *